আদমসুমারি - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

আদমসুমারি

 আদমসুমারি: কোনো একটি দেশের বা নির্দষ্টি ভৌগোলিক অঞ্চলের নির্দিষ্টি সময় অন্তর জনসংখ্যা সংক্রান্ত (মোট জনসংখ্যা, জন্মহার ,মৃত‍্যুহার ,জাতিগত জনসংখ্যা , লিঙ্গ অনুপাত প্রভৃতি ) তথ‍্যসংগ্ৰহ ও সংরক্ষণ করার পদ্ধতিকে বলে আদমসুমারি বা সেনশাস । ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। ভারতের প্রথম সেনশার 1871 খ্রিঃ শুরু হয়। সর্বশেষ সেনশাস হয় 2011 খ্রিঃ। এটি ভারতে পঞ্চদশতম সেনশাস। বর্তমান সেনশাসের স্লোগানটি হল - `Our Census, Our Future` আমাদের জনগণনাই আমাদের ভবিষ‍্যত।

No comments:

Post a Comment