বিবিধ জিকে ২৬-৫০ (GK) - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

বিবিধ জিকে ২৬-৫০ (GK)

26. বিশ্বের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের কত শতাংশ ভারতে?

উ: 1 শতাংশ |

27. ভারতীয় ভালুক সংরক্ষণের জন্য গঠিত দারোজি অভয় অরণ্য কোন রাজ্যে?

উ: বেলারি, কর্ণাটক |

28. অরসিয়া মন আগ্নেয়গিরি কোন গ্রহে অবস্থিত?

উ: মঙ্গল |

29. কোন প্রাণী পোরসিন এপিডেমিক ডায়েরিয়া ভাইরাসে আক্রন্ত?

উ: শুয়োর |

30. কিসের মাধ্যমে সংক্রমণ ছড়ালে সেপিসিস হয়?

উ: রক্ত |

31. গোয়ার লৌহ খনিতে কি ধরণের লৌহ আকরিক পাওয়া যায়?

উ: হেমাটাইট |

32. কোন রোগ নির্ণয়ে 'জিন এক্সপার্ট' পরীক্ষা করা হয়?

উ: যক্ষা |

33. 'ডোকোমো' কোন দেশের টেলিকম সংস্থা?

উ: জাপান |

34. ভারতে  কততম প্রধান বিচারপতি এল এম লোধা ?

উ: 81 তম |

35. ভারতের কোন শহরে বিশ্বের 90 শতাংশ ছোট হীরক কাটা ও পালিশ করা হয়?

উ: সুরাট |

36. ক্লোরোফিল সূর্যালোকের কোন তরঙ্গ শোষণ করে?

উ: লাল ও নীল |

37. ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি?

উ: করবেট ন্যাশনাল পার্ক |

38. কোন ধাতুকে সাদা সোনা বলে?

উ: প্লাটিনাম |

39.   অদৈত বেতান্তভিত্তিক অবধূত কার রচনা?

উ: দত্তাত্রেয় |

40. রেড ডাটা বুক এর বিষয় কি?

উ: বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ |

41. কোন রাজ্যে বিষু উৎসব পালিত হয়?

উ: কেরালা |

42. সৌর জগতের পরীক্ষিত গজনী ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?

উ: পাকিস্তান। 

43. পরিপাক তন্ত্রের কোন অংশে রেনিন উৎসেচক থাকে?

উ: পাকস্থলী।

44. কত সালে লোকসভায় প্রথম অধিবেশন বসে?

উ: 1952 সালে।

45. ভোটাধিকার কি ধরণের অধিকার?

উ: সাংবিধানিক অধিকার।

46. প্রথম কোন মার্কিন রাষ্ট্রপতি পদত্যাগ করেন?

উ: রিচার্ড নিক্সন।

47. USPC এর প্রথম চেয়ারম্যান কে?

উ: স্যার রস বার্কার।

48. কত জন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছে?

উ: 6 জন।

49. মাদার টেরেসার বাসস্থান ও কর্মস্থান এর কি?

উ: নির্মল হৃদয়।

50. এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কি?

উ: বোম্বে স্টক একচেঞ্জ ( BSE) .

No comments:

Post a Comment