কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশন ও সভাপতি. (GK) - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশন ও সভাপতি. (GK)

১৮৮৫ থেকে ১৯৯৮ পর্যন্ত কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশনের স্থান তারিখ ও সভাপতি 

১৮৮৫ এবং ১৮৯২ - বম্বে এবং এলাহাবাদ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
১৮৮৬ - কোলকাতা - দাদাভাই নৌরজী 
১৮৯৩ - লাহোর - দাদাভাই নৌরজী 
১৯০৬ - কোলকাতা - দাদাভাই নৌরজী 
১৮৮৭ - মাদ্রাজ - বদরুদ্দীন তৈয়াবজী 
১৮৯৫ - পুনা - সুরেন্দ্রানাথ বন্দ্যোপাধ্যায় 
১৯০৫ - বেনারস - গোপালকৃষ্ণ গোখলে 
১৯০৭/০৮ - সুরাট/মাদ্রাজ - রাসবিহারী বসু 
১৯১৬ - লখনৌ - এ সি মজুমদার 
১৯১৭ - কোলকাতা - অ্যানি বেসান্ত 
১৯১৯ - অমৃতসর - মোতিলাল নেহেরু 
১৯২১ - আহমেদাবাদ - চিত্তরঞ্জন দাশ 
১৯২২ - গয়া - চিত্তরঞ্জন দাশ 
১৯২৪ - বেলগাঁও - মহাত্মা গান্ধী 
১৯২৫ - কানপুর - সরোজিনী নাইডু 
১৯২৮ - কোলকাতা - মোতিলাল নেহেরু 
১৯২৯ - লাহোর - জওহরলাল নেহেরু 
১৯৩৪/৩৫ - বোম্বে - ডঃ রাজেন্দ্রপ্রসাদ 
১৯৩৬/৩৭ -লখনৌ / ফৈজপুর - জহরলাল নেহেরু 
১৯৩৮ - হরিপুরা - সুভাষচন্দ্র বোস 
১৯৩৯ - ত্রিপুরী - সুভাষ চন্দ্র বোস 
১৯৪০ - রামগড় - মৌলানা আব্দুল কালাম আজাদ 
১৯৪৬ - মীরাট - জে বি কৃপালিনী
১৯৪৮ - জয়পুর - পট্টভী সীতারামাইয়া 
১৯৫০ - নাসিক - পুরুষোত্তম দাশ ট্যাগুন 
১৯৫৩/৫৪ - হায়দ্রাবাদ / কল্যাণ - জওহরলাল নেহেরু 
১৯৫৫/৫৬/৫৭/৫৮/৫৯ - আভদি / অমৃতসর / ইন্দোর / প্রাগজ্যোতিষপুর / নাগপুর/ বাঙ্গালোর - ইউ এন ধেবার 
১৯৬০ - ব্যাঙ্গালোর - ইন্দিরা গান্ধী 
১৯৬১ - ভাটনগর - নীলম সঞ্জীব রেড্ডি 
১৯৭০ - নয়াদিল্লী - বাবু জগজীবন রাম 
১৯৭১ - আহমেদাবাদ - ডি সঞ্জীভরা 
১৯৭২- কোলকাতা - শঙ্কর দয়াল শর্মা 
১৯৭৮/৮৩ - নয়াদিল্লী / কোলকাতা - ইন্দিরা গান্ধী 
১৯৮৪/৮৫ - নয়াদিল্লী/বোম্বে - রাজীব গান্ধী 
১৯৯১- নয়াদিল্লী - পি ভি নরসিমা রাও 
১৯৯৬ - নয়াদিল্লী - সীতারাম কেশরী 
১৯৯৮ - নয়াদিল্লী - সোনিয়া গান্ধী 

No comments:

Post a Comment