বারদৌলি আন্দোলন সম্পর্কি সংক্ষেপে লেখো। - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

বারদৌলি আন্দোলন সম্পর্কি সংক্ষেপে লেখো।

উঃ- গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে গান্ধিবাদী সত‍্যাগ্ৰহীরা ১৯২৮ খ্রিস্টাব্দে যে আন্দোলন পরিচালনা করে তা বারদৌলি সত‍্যাগ্ৰহ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলন ছিল কৃষক আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ।
আন্দোলনের কারণ : বারদৌলির প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই ছিল নিম্নবর্ণের 'কালিপরাজ` সম্প্রদায়ভুক্ত। এই ঋণগ্ৰস্ত কৃষকেরা চরম দারিদ্র্য, সীমাহীন শোষণ এবং উচ্চবর্ণের মানুষের সামাজিক অবজ্ঞার শিকার হয়েছিল। এখানকার উচ্চবর্ণের মানুষ  `উজলিপরাজ' নামেই পরিচিত। এই উচ্চবর্ণের মানুষ কালো মানুষের ওপর নির্যাতনে লিপ্ত ছিল। এছাড়াও ছিল মহাজনদের প্রতিনিয়ত শোষণ। তুলোর মূল‍্য হ্রাস পাওয়া সত্ত্বেও ১৯২৬ খ্রিস্টাব্দে ভূমিকর ৩০ শতাংশ বৃদ্ধি করা হলে কৃষকেরা বিদ্রোহী হয়ে ওঠে। পরে ভূমিকর ২২ শতাংশ করা হলেও কৃষকদের পক্ষে তা দেওয়া অসম্ভব ছিল। ফলে কৃষকরা আন্দোলনের পথে পা বাড়ায়।

No comments:

Post a Comment