পট্টি শ্রীরামালু কে ছিলেন? - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

পট্টি শ্রীরামালু কে ছিলেন?

উঃ- বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামি  পট্টি শ্রীরামালু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে ১৯৫২ খ্রিস্টাব্দের ১৯ অক্টোবর অনশন শুরু করেন। ৫৮ দিন অনশনের  পর তাঁর মৃত্যু হয় । তাঁর মৃত্যুর পর তিনদিন ধরে অন্ধ্রপ্রদেশ চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়, তাকে  পৃথক অন্ধ্রপ্রদেশর উদগাতা  বলা হয়।

1 comment: