বিষাক্ত ও বিষহীন বর্জ‍্য - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

বিষাক্ত ও বিষহীন বর্জ‍্য

বিষাক্ত ও বিষহীন বর্জ‍্য : যেসব বর্জ‍্য মানুষ ও প্রাণীদেহে প্রবেশ করে বিপাকীয় গোলযোগ সৃষ্টি করে তাকে বলে বিষাক্ত বর্জ‍্য। যেমন কিছু ভারী ধাতু (সিসা, জিংক,  আর্সেনিক , কিছু কিটনাশক, DDT, BHC, Aldrin) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় কণা। যেসব বর্জ্য জীবমণ্ডলের পক্ষে ক্ষতিকারক নয় বা যাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী তেমন কোনো প্রভাব ফেলে না তাকে বলে বিষহীন বর্জ‍্য। যেমন: সব্জির খোসা, জীবের মৃতদেহ, মলমূত্র, শুকনো পাতা, ডালপালা ইত‍্যাদি।

No comments:

Post a Comment