মগ্নচড়ার গুরুত্ব - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

মগ্নচড়ার গুরুত্ব

মগ্নচড়ার গুরুত্ব: মগ্ন অর্থাৎ নিমজ্জিত চড়া অর্থাৎ অধঃক্ষিপ্ত ঢিবি, মহাসাগরে উষ্ণ শীতল স্রোতের মিলন স্থলে হিমশৈলর সঙ্গে ভেসে আসা নুড়ি, বালি, কাদা জমে সমুদ্রের তলদেশে জমা হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। মগ্নচড়া সমুদ্রর অগভীর স্থান। তাই সহজে সূর্যালোক প্রবেশ করে। মৎস‍্য খাদ‍্য প্ল‍্যাংটন জন্মায় তাই এখানে সামুদ্রিক মাছ ভিড় করে। বাণিজ্যিক মৎস‍্য চারণ গড়ে ওঠে, সূর্যালোকিত অগভীর স্থানে কার্বন ফিক্সেসন এর মাত্রা বেশি। কার্বন ফিক্সেসন ভালো হওয়ায় মাছের ডিম পাড়ার ক্ষেত্রে আবশ‍্যক।

No comments:

Post a Comment