পলল ব‍্যাজনি - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

পলল ব‍্যাজনি

পলল ব‍্যাজনি : নদী পার্বত‍্যে প্রবাহ থেকে যখন সমতলে পতিত হয় তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদী বাহিত নুড়ি, বালি, কাঁকড়, পলি প্রভৃতি পর্বতের পাদদেশে জমা হয়। পরবর্তী সময়ে নদী ওই ত্রিকোণা ভূমিভাগের দু`পাশের নীচু ভূমি দিয়ে বইতে শুরু করে। অর্ধগোলাকার হাত পাখার মতো দেখতে এই ভূমিকে বলে পলল ব‍্যাজনি।

No comments:

Post a Comment