হিমরেখা - old WB ANSWER

All questions answer .West Bengal job latest GK

হিমরেখা

হিমরেখা : ভূ-পৃষ্ঠের যে রেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যে রেখার নীচে তুষার গলে যায় সেই সীমারেখাকে বলে হিমরেখা। হিমরেখার উচ্চতা ও অবস্থান নির্ভর করে অক্ষাংশ, ভূমির ঢাল, ঋতু  পরিবর্তন, বায়ুপ্রবাহের বেগ, উচ্চতার ওপর। হিমরেখার অবস্থান নিরক্ষরেখার নিকটবর্তী কিলিমাঞ্জারোতে ৫৫০০ মিঃ, কর্কটক্রান্তির নিকটের হিমালয়ে ৪৫০০- ৬০০০ মিঃ, সুমেরুবৃত্তের নিকট আল্পসে ২৮০০ মিঃ

No comments:

Post a Comment